nu news

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স,মাস্টার্স কোন পরীক্ষাতে থাকছেনা ইনকোর্স ও উপস্তিতির উপর নম্বর

অনার্স ও মাস্টার্স পরীক্ষায় উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নির্ধারিত ২০ নম্বর না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।

Nu

 

আগামী শিক্ষাবর্ষ থেকে ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯১ তম সিনেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. হারুন অর রশিদ।

ইনকোর্স না থাকলে যে সকল সমস্যা হবেঃ 

১। ১০০ নম্বরের পরীক্ষা হবে ৪ ঘন্টা এবং পাস নম্বর হবে ৪০%
বর্তমানে ইনকোর্স আর রিটেন সহ ৪০% পেলেই পাস হয়ে যাচ্ছে। ১০০ নম্বরের পরীক্ষায় পাস করা কঠিন হবে। 

২। উপস্তিতির উপর নাম্বার থাকার কারণে কম হলেও শিক্ষার্থীরা কলেজমুখী হয়েছে। ইনকোর্স না থাকার কারণে কলেজে যাওয়ার প্রয়োজন মনে করবেনা বেশিরভাগ শিক্ষার্থী। 

৩। ইনকোর্স না থাকার ফলে প্রথম বিভাগ পাওয়া কঠিন হয়ে যাবে।

৪। কলেজের স্যারেরা এমনিতেই ক্লাসে আসেন না ছাত্রছাত্রী না আসলে তারাও হাজিরা দিয়ে বাসায় চলে যাবে।

৫। ৮০ নম্বরের পরীক্ষা ৪ ঘন্টায় হয়, ১০০ নম্বরের পরীক্ষাও ৪ ঘন্টায় হবে।

ইনকোর্স না থাকায় যেসব সমস্যা দূর হবেঃ

১। কলেজের ডিপার্টমেন্টের হাতে আর কোন নম্বর থাকলো না।

২। অনেক শিক্ষক ইনকোর্স নাম্বারের জন্য তাদের কাছে টিউশন নিতে বাধ্য করতো এটা বন্ধ হবে।

৩। অনেক কলেজে ইনকোর্স নম্বর অনেক কম দেয়া হতো যা এখন শিক্ষার্থীরা পরীক্ষায় ৮০ মার্কের সাথে ২০ মার্ক নিজেরা যা পাবে তাই দেয়া হবে। 

৪। ইনকোর্স নাম্বার শিক্ষার্থী কত পেয়েছে তা কখনো জানতে পারেনা এবার মূল পরীক্ষায় ১০০ মার্ক হওয়ায় এই সমস্যাও থাকছে না।

৫। ইনকোর্সের জন্য অনেক কলেজে ভয় দেখিয়ে অতিরিক্ত ফি আদায় করতো এটি বন্ধ হবে।                  

Check Also

Saptahik Chakrir Khobor 10 January 2020

saptahik chakrir khobor 10 January 2020. Saptahik chakrir khobor is the most popular Newspaper to find …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *